বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দুর্নীতির অভিযোগে যশোর হাসপাতালের স্টোরকিপারের বদলীর সুপারিশ

যশোর প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে যশোর হাসপাতালের স্টোরকিপারের বদলীর সুপারিশ

যশোর জেনারেল হাসপাতালের দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্টোর কিপার সাইফুল ইসলামকে বদলীর জন্য আবেদন করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নির্দেশনামতে হাসপাতালের তত্ত্বাবধায়ক স্টোরকিপার সাইফুল ইসলামকে বদলীর জন্য স্বাস্থ্যের খুলনা বিভাগীয় পরিচালককে  চিঠি পাঠিয়েছেন।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের পর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর ৩ আসনের এমপি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি কাজী নাবিল আহম্মেদ। সভায় স্টোরকিপার সাইফুল ইসলামকে নিয়ে নানা অভিযোগ করা হয়। 

অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। তিনি হাসপাতালের ওষুধ চুরি করে অন্যত্র বিক্রিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। এছাড়া হাপসাতালের ১৩ ওয়ার্ড ইনচার্জ নার্সকে অডিটের নামে ভয় দেখিয়ে ওষুধ না দিয়ে স্বাক্ষর করতে বাধ্য করছেন। 

এছাড়া হাসপাতালের সরকারি ওষুধ আনার জন্য বিভিন্ন পরিবহন খরচ, অডিটের নামে বিভিন্ন সরকারি ওষুধ বিক্রি করে দেয়া, ওষুধ সরবরাহে ঠিকারদারী প্রতিষ্ঠানকে কমিশন দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে সভার সভাপতি কাজী নাবিল আহম্মেদ এমপি স্টোরকিপারকে বদলীর সিদ্ধান্ত দেন। 

হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ২৭ মার্চ স্টোর কিপার সাইফুল ইসলামকে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যের খুলনা বিভাগীয় পরিচালককে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। যার স্মারক নম্বর ২৫০শ.বি.জে./হাস./যশোর/শা-১/২৪/৪৭৩৮।

টিএইচ