শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত লংগদু থানা পুলিশ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত লংগদু থানা পুলিশ

চলমান অতিবৃষ্টি, পাহাড় ধস ও বৈরী আবহাওয়ার কারণে পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ফলে মানুষের জানমালের নিরাপত্তার সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে লংগদু থানা পুলিশের রেসকিউ টিম।

দুর্যোগ পরিস্থিতিতে আশ্রয় নেয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে লংগদু থানার অফিসারদের দায়িত্বে রেখেছে লংগদু থানা। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চালু করেছে কন্ট্রোল রুম।

লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, প্রতিকূল আবহাওয়ার ফলে পাহাড়ে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা থাকায় উপজেলার বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। তাই সাধারণ মানুষের জান মালের কথা চিন্তা করে লংগদু থানা পুলিশের রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে। আশা করি লংগদুতে কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটবে না।

টিএইচ