বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেওয়ানগঞ্জে কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জে কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন ইজিপিপি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজের মাটির ডালা হাতে নিয়ে কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে।

উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা  মোঃ ফিরোজ মিয়া। আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল মেম্বাররা ও আ.লীগের নেতারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার সবকটি ইউনিয়নের ন্যায় চরআমখাওয়া ইউনিয়নে শ্রমিকরা ১১০দিন  কাজ করবেন। এতে অতিদরিদ্র পরিবারের নারী ও পুরুষ শ্রমিকের প্রত্যেকেই দৈনিক ৪০০ টাকা মজুরি হারে টাকা পাবেন।

টিএইচ