সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেওয়ানগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক 

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তার স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেনের মেয়ে এবং তার স্বামী হেলাল উদ্দিন উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।

নিহত গৃহবধূর মা বেহুলা বেগম অভিযোগ করে বলেন, সাত বছর আগে আকলিমার সঙ্গে বিয়ে হয় হেলাল উদ্দিনের। বিয়ের পর থেকেই আকলিমাকে তার স্বামী নানা অজুহাতে নির্যাতন করত। তাদের একটি সন্তান রয়েছে। পরে আকলিমাকে আমাদের বাড়ি নিয়ে যাই। 

১১ দিন আগে আমাদের বাড়ি থেকে হেলাল আকলিমাকে আর নির্যাতন করবে না বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার আকলিমাকে মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। আমার মেয়ে হত্যার বিচার চাই। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টিএইচ