শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

দেবহাটার ৫ গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার ৫ গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন, শিশু পুস্টি ও নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দেবহাটা হাইস্কুল মাঠে এলাকার সুশীল সমাজ সংগঠন এবং গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কারিগরী সহায়তা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উত্তরণ এবং সুশীলন। 

ওই সভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

সভায় প্রধান অতিথি দেবহাটা উপজেলার ৫ গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেন। যেখানে গ্রামের মানুষ প্রতিজ্ঞা করেন যে তারা তাদের ছেলেদের ২১ বছরের নিচে এবং মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে দিবে না। বিষয়টি এলাকার গণজাগরনের সৃষ্টি হয়েছে।  

সভায় অন্য সব ইউপি চেয়ারম্যন, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, দেবহাটা প্রেস ক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর-কোস্টাল এন্ড রিভার বেসিন ক্লাস্টার রাজু রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ