সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। 

উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ আসমান, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মণ্ডল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা।  

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে যাতে কেউ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য বলা হয়। সেই সাথে চোরাই পথে মাদক বা অস্ত্র আসতে না পারে সে ব্যাপারে বিজিবি সদস্যদের আরও কঠোর নজরদারি দিতে বলা হয়।

এছাড়া চলতি মৌসুমে রপ্তান্তি শিল্প মাছে যাতে কোনো প্রকার পুশ না হয় সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহল করা হয়।

টিএইচ