বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেবিদ্বার পৌরসভার প্রথম বাজেট ঘোষণা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবিদ্বার পৌরসভার প্রথম বাজেট ঘোষণা

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার কোন রকম বাড়তি কর বৃদ্ধি না করেই দীর্ঘ ২২ বছর পর প্রথমবারের মত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 

চলতি বছরে এ পৌরসভায় আয়-ব্যয় সমান রেখে ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২ টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন প্রথম নির্বাচিত পৌরমেয়র সাইফুল ইসলাম। 

সোমবার (৮ জুলাই) পৌরসভায় বিভিন্ন স্তরের সুধীজনদের সঙ্গে আলোচনা সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার ইউএনও নিগার সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া। 

দেবিদ্বার পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রস্তাবিত রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৮লাখ ৯ হাজার ৭৯৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ কোটি ৪৮ লাখ, ৭৭ হাজার ৯৪ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৭ লাখ, ৪৩ হাজার ৪৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি, ৩৪ লাখ,২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৮৩ লাখ, ১৮ হাজার ৪৩৮ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২টাকার বাজেট ঘোষণা করা হয়। 

বাজেটে মরা নদীতে ৭ কোটি টাকা ব্যয়ে একটি শেখ রাসেল পৌরপার্ক নির্মাণ, ৭ কোটি টাকা ব্যয়ে ফতেহাবাদ এলাকায় ১ একর জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ ও ৩০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ স্থাপনসহ রাস্তাঘাট, ড্রেন, সোলার ও বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত ও সবুজ নগরায়ন হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। 

পৌরকর আদায়কারী মোহাম্মদ রকিবুল ইসলামের সঞ্চলানায় বাজেট আলোচনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, আ.লীগের সহ সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামদ, দেবিদ্বার পৌরসভার কাউন্সিলর মো. মজিবুর রহমান, সৈয়দ নাইমুল ইসলাম, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার। 

এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজোর, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিকরা।

টিএইচ