বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেলদুয়ার উপজেলা নবনির্বাচিতদের সাথে বাণিজ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার উপজেলা নবনির্বাচিতদের সাথে বাণিজ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

গত ২৯ মে তৃতীয় ধাপের ষষ্ঠ দেলদুয়ার  উপজেলা পরিষদ নির্বাচনে  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অভিনন্দন জ্ঞাপন ও তাদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আলহাজ আহসানুল ইসলাম টিটু (এমপি)।

শুক্রবার (৩১ মে) দেলদুয়ারের তার অস্থায়ী বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি দেলদুয়ার উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান (পুরুষ), ভাইস-চেয়ারম্যানকে (মহিলা) অভিনন্দন জানিয়ে উপস্থিত সবার উদ্দেশে মন্ত্রী বলেন, উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে সব চেয়ারম্যানদের সাথে নিয়ে দেলদুয়ারটাকে একটা উন্নয়নের রোলমডেল করা। 

আমার তরফ থেকে উপজেলার উপদেষ্টা ও এমপি হিসেবে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করব তার চেয়ে বেশি করার জন্য। এ সময় তিনি দেলদুয়ারকে পৌরসভা করার প্রক্রিয়া বিষয়টিও উল্লেখ করেন।

এ সময় মন্ত্রী দলকে আরও সুসংঘটিত করার স্বার্থে জেলা আ.লীগের নেতাদের সাথে আলোচনা করে উপজেলা আ.লীগের সভাপতির নেতৃত্বে পর্যায়ক্রমে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের কথা উল্লেখ করেন তিনি। 

পাশাপাশি জেলা আ.লীগের সভাপতি সম্পাদকের বরাত দিয়ে তাদের সাথে কথা বলে দেলদুয়ার উপজেলা আ.লীগকে পুনর্গঠনের বিষয়টিও উল্লেখ করেন। পরিশেষে সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের বিজয় মিছিল না করার জন্য আহ্বান জানান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য অনুরোধ করেন।

টিএইচ