সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক তুষারকে কিশোরগঞ্জে সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক তুষারকে কিশোরগঞ্জে সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও ইংরেজি The Daily Post পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৪ এ সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।

গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সাংবাদিক আতাউল হাসান দিনার প্রমুখ।

এ সময় সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার বলেন, সাংবাদিকতা জীবনে সেরা অর্জন এটি আমার। এ কৃতিত্ব অর্জনে যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি এবং আজকে যারা আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানীত করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

টিএইচ