পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালেই সূর্যের দেখা মিলেছে।
গত কয়েকদিন থেকে সন্ধ্যা নামার সাথে সাথে প্রচুর ঘন কুয়াশার দেখা মিলছে এই অঞ্চলে, এতে রাস্তায় চলাচল অনেকটা কঠিন হয়ে পরছে। অনেকে রাতে এক স্থান থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য স্থানে যাওয়া থেকে বিরত থাকছে।
আজ সকালে রোদের দেখা দেওয়ায় কর্মজীবী মানুষদের সকালেই কাজে বের হতে দেখা গেছে৷ চা শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা বলে, গত দুইদিন ঠান্ডায় কাজে বের হয়নি অনেকে, পেটের দায়ে কিছু মানুষ এই প্রচন্ড ঠান্ডাতেও কাজে বের হয়েছিলো। আজ রোদ উঠায় অনেক শ্রমিক কাজে বের হয়েছে৷
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
টিএইচ