সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই সমান: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি

দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই সমান: শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, এ দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সব ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে আমরা বাংলাদেশে সংখ্যালঘু নই, আমরা সবাই সমান।

গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের বিআইএ ভবনে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, হিংসা ও বিভক্তির রাজনীতির কবর চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। কথা বলতে দেয়া হয়নি। 

সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেন নি। এখন সময় পরিবর্তন হয়েছে। আসুন সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে আমরা এক হই। এ জায়গায় আমরা সমঝোতা করব না। আপনাদের (সাংবাদিক) কলম মুক্ত হোক। চিন্তা স্বাধীন হোক। আপনারা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ দৈনিক আমার সংবাদের বিশেষ প্রতিনিধি, সাধারণ সম্পাদক ও  মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক এন এ খোকন, সহ সভাপতি ও আমাদের নতুন সময় স্টাফ রিপোর্টার রাজু আহম্মেদ, অর্থ সম্পাদক ও নিউজ ২১ বাংলা টিভি ব্যুরো প্রধান মো. রাশেদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, সিআরএ এর যুগ্ম সা. সম্পাদক ও প্রতিদিনের কাগজের আবাসিক সম্পদ মো. বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ স্টাফ রিপোর্টার মো. রুবেল প্রমুখ। 

টিএইচ