দোহাজারী সাঙ্গু নদীর উপর নির্মিত রেলসেতু রক্ষণাবেক্ষণের রেলসেতুর পূর্বাংশ ৩০০ মিটার এবং পশ্চিমাংশে ৩২০ মিটার বেড়িবাঁধ বোল্ডার দিয়ে করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপ পূর্বাংশের মাত্র ১৬০ মিটার কাজ করে জনগণের বাঁধার অজুহাত দেখিয়ে বাকী ১৪০ মিটার কাজ না করে ফেলে রাখে।
এলাকার ভূক্তভোগী ও সচেতন জনগণ বাকী অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য তমা কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে তারা বিষয়টি রেলওয়ের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) বরাবর গত ৪ মার্চ পাঠিয়েছেন বলে জানান দোহাজারী তমা গ্রুপের সহকারী ব্যবস্থাপক নাজমুল হোসেন। তিনি আরো বলেন, রেল মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে শিগগিরই কাজ শুরু করা হবে।
অপরদিকে এলাকার ভুক্তভোগী জনগণের পক্ষে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, আ.লীগ নেতা মোহাম্মদ আলী ও সাংবাধিক আবিদুর রহমান বাবুলসহ একাধিক ভুক্তভোগী বলেন, তমা গ্রুপের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী প্রকল্পের কাজে প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে কাজটি বন্ধ রাখে।
দোহাজারী সাঙ্গু নদী একটি খরস্রোতা নদী। যদি কাজটি যথাসময়ে শুরু করা না হয় তাহলে বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসল, ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক টাওয়ার ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হতে পারে।
এমনকি রেল সেতুরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টির চিন্তা করে জরুরিভিক্তিতে ১৪০ মিটার কাজটি শুরু করার জন্য সচেতনমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেন।
টিএইচ