সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দোহারে ব্যবসায়ীর ওপর হামলা মামলায় ইউপি সদস্যসহ চারজন গ্রেপ্তার 

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে ব্যবসায়ীর ওপর হামলা মামলায় ইউপি সদস্যসহ চারজন গ্রেপ্তার 

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে গভীর রাতে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম ও পাহারাদার শ্যামলের ওপর হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পালামগঞ্জ বাজারে আব্দুল হালিমের দোকানে চা পান করতে আসেন। পরে সিগারেট  বাকি নেয়াকে কেন্দ্র করে দোকানদারের ওপর অর্তকিত হামলা  করেন। এতে হালিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

 বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় দোহার থানা পুলিশ দোকানের সিসিটিভি  ফুটেজ  দেখে  ঘটনায় জড়িত দোহারের বটিয়া গ্রামের আব্দুল খলিল, দক্ষিণ জয়পাড়ার জামিল মাহমুদ, মাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন এবং কার্তিকপুর গ্রামের মো. নাসিরকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে। 

পরে তাদের জিঙ্গাসাবাদে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ মঙ্গলবার (২৮ মে) মামলা করে। মামলার বাদি আহত হালিমের ছেলে মো. শিপন। আটকদের মঙ্গলবার (২৮ মে) আদালতে প্রেরণ করা হয়।

দোহার থানার ওসি হারুনুর রশিদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দোহার থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে একাধিক মামলা রয়েছে বলে ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান। 

টিএইচ