সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ দুইজন আটক 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ দুইজন আটক 

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকরা হলেন উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল উত্তর পাড়া গ্রামের মৃত পান্ড মিয়ার পুত্র. মো. রমজান মিয়া (৪৫) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের মৃত ছমই মিয়ার পুত্র মো. কবির আহমদ (৪০)।

পুলিশ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজার থানার এসআই মো. এনামুল হক মিঠুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাটের দক্ষিণ পাড় থেকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল উত্তর পাড়া গ্রামের মৃত পান্ড মিয়ার পুত্র মো. রমজান মিয়ার হেফাজতে থাকা ২৫০ কেজি (৫ বস্তা) ভারতীয় চিনিসহ রমজান মিয়াকে আটক করে এবং আটক আসামি রমজান মিয়ার তথ্যের ভিত্তিতে মো. কবির আহমদের দোয়ারাবাজার কামারপট্টিস্থ গোদামঘরে অভিযান চালিয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের মৃত ছমই মিয়ার পুত্র মো. কবির আহমদকে আটক করেন। 

আটক আসামি কবির আহমদের হেফাজত হতে ২৫০ কেজি (৫ বস্তা) ভারতীয় চিনিসহ মোট ৫০০ কেজি (১০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

টিএইচ