বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে ভিজিডি চাল বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজারে ভিজিডি চাল বিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৭৯ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০ কেজি করে ২ বস্তা ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ১৭৯ জন অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ। ২০২৩-২০২৪ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুরমা ইউপি সচিব শামছুল আলম, ইউপি সদস্য আহসান উদ্দিন, শাহজান মিয়া, হাছন আলী, মনির উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুর রউফ, শেফালি আক্তার, জাহানারা বেগম প্রমুখ।

টিএইচ