বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে রাবার ড্যাম রক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

দোয়ারাবাজারে রাবার ড্যাম রক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার টিলাগাঁও এলাকায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ সময় স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, খাসিয়ামারা নদী উত্তোলিত বালু-পাথর একটি প্রভাবশালী মহল ড্যামের ওপর দিয়ে বড় বড় নৌযানে করে পরিবহন করছে। এতে রাবার ড্যামটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। 

ফলে আমন মৌসুমে কয়েক হাজার একর ধানি জমি আবাদ করতে পারবেন না কৃষকরা। তাদের এই সমূহ ক্ষতির হাত থেকে রক্ষায় রাবার ড্যামের ওপর দিয়ে বালু-পাথরবাহী নৌযান চলাচল বন্ধ করতে এবং কৃষকদের ওপর ইজারাদারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান কৃষকরা। 

এ সময় বক্তব্য রাখেন— সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, কৃষক নেতা আব্দুল আউয়াল, ইউপি সদস্য জামাল উদ্দীন, হাছন আলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, শিক্ষক বিনয় বোষণ পুরকায়স্থ, কৃষক আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন, আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী প্রমুখ।

টিএইচ