বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে ১১ জুয়াড়ি আটক 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজারে ১১ জুয়াড়ি আটক 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ জুয়াড়ি আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন গত বৃহস্পতিবার  রাতে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া, এসআই মুহাম্মদ আসলাম হোসেন, এসআই মোহাম্মদ আমীর খসরু নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত (তিলুরাকান্দি) গ্রামে আব্দুল কাদির দোকান ঘরের পিছনে কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন, আব্দুল কাদির (৩৫), লায়েক মিয়া (৩৪), মো. মঞ্জুর আলী (৩৫), মো. ফারুক মিয়া (৩০), মো. মিলন মিয়া (৩০), মো. ফারুক মিয়া (৩৮), মো. ফারুক মিয়া (২৯), মো. সুরুজ মিয়া, মো. শফিকুল ইসলাম (৩২) ও ফতেপুর গ্রামের মো. মোছব্বির আলী (৩৫), মো. আলা উদ্দিন (২৭)।

দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বলেন, অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ