বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি

দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে ০২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সিরাজ বাহিনীর সদস্য ০৩ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে জেলার দৌলতখান উপজেলাধীন ০৫নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ব্যাপারী বাড়ি নামক একটি বাড়ি তল্লাশি করে ডাকাত মো. আনোয়ার হোসেন, মো. সোহেল এবং মো. হাসানকে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি কার্তুজ, ১৫ টি দেশীয় অস্ত্র (০১ টি রামদা, ০৫ টি দা, ০১ টি চাপাতি, ০৫ টি ছুরি, ০৩ টি শাবল) এবং ০১ টি অবৈধ মোটর সাইকেলসহ আটক করা হয়।

পরে বুধবার (২৫ সেপ্টেম্বর) কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেশ কিছুদিন ধরে ভোলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ঈদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড ওই এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে।

টিএইচ