বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে পদ্মার ভাঙনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও শিক্ষা প্রতিষ্ঠান 

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে পদ্মার ভাঙনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও শিক্ষা প্রতিষ্ঠান 

যারা সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত তারাই এখন পদ্মা নদীর ভাঙন ঝুঁকিতে রয়েছেন। যেকোন মুহুর্তে পদ্মাগর্ভে বিলিন হতে পারে বিজিবি ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপনা। আতঙ্কে দিন কাটছে সীমান্তরক্ষী বিজিবি ও গ্রামবাসীর। পদ্মার ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা গ্রহণের। 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। দুটি সীমান্ত পিলার পদ্মাগর্ভে তলিয়ে গেছে। পদ্মার ভাঙনে ভিটেমাটি সর্বস্ব হারিয়েছেন কয়েকশ পরিবার। ভাঙনের মুখে হুমকিতে রয়েছে উদয়নগর বিজিবি ক্যাম্প। ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে রয়েছে পদ্মানদী। 

যেকোন মুহুর্তে পদ্মাগর্ভে বিলিন হতে পারে বিজিবি ক্যাম্প। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া না হলে অরক্ষিত হতে পারে সীমান্ত এলাকা এমনটি জানিয়েছেন উদয়নগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম। 

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মুরাদ জানিয়েছেন, পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। সবচেয়ে হুমকির মুখে রয়েছে উদয়নগর বিজিবি ক্যাম্প। যেকোন মুহুের্তে ক্যাম্পটি নদীগর্ভে বিলিন হতে পারে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ক্যাম্পটি রক্ষার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।   

উদয়নগর গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মাত্র কয়েকশ গজ দূরে ভারত সীমান্ত। পদ্মার ভাঙনে বিজিবি ক্যাম্প নদীগর্ভে তলিয়ে গেলে উদয়নগর সীমান্ত এলাকা অরক্ষিত হয়ে পড়বে। বাড়বে অত্যাচার নির্যাতনের মাত্রা। 

ফলে ভারতীয় সীমান্তরক্ষী ও ভারতীয় নাগরিকদের অত্যাচর নির্যাতনের ভয়ে পদ্মা নদী বেষ্টিত উদয়নগর গ্রামের শত শত পরিবার আতঙ্কিত হয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসীর দাবি অতিদ্রুত বিজিবি ক্যাম্পসহ উদয়নগর গ্রামকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের।

আতারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন,  হুমকির মুখে রয়েছে আতারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য স্থাপনা। যেভাবে পদ্মার ভাঙন শুরু হয়েছে, যেকোন সময় পদ্মাগর্ভে বিলিন হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানসহ ওইসব স্থাপনা। ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেয়া না হলে শিক্ষা ব্যবস্থাও পড়বে হুমকিতে। ফলে চরবাসী বঞ্চিত হবে শিক্ষার আলো থেকে।

তবে পদ্মার ভাঙন থেকে বিজিবি ক্যাম্পসহ উদয়নগর গ্রাম রক্ষার জন্য অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে পদ্মার ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান জয়। তিনিও জানান স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে হুমকিতে থাকবে বিজিবি ক্যাম্পসহ গ্রামবাসী।

দৌলতপুর সীমান্ত সুরক্ষায় প্রয়োজন দ্রুততার সাথে পদ্মা নদীর ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের। এমনটি দাবি পদ্মার ভাঙন কবলিত হুমকিতে থাকা চরবাসীর।   

টিএইচ