বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগ ও জটিল রোগে আক্রান্ত পরিবারে চেক বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগ ও জটিল রোগে আক্রান্ত পরিবারে চেক বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিসসহ ৬ টি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৯ মে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দুর্যোগ অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩৫টি চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ মো. রেজাউল হক চৌধুরী এমপি, কুষ্টিয়া -১ দৌলতপুর। 

বিশেষ অতিথি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ