বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনা বাড়াতে র্যালি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনা বাড়াতে র্যালি

বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনা বাড়াতে আর্থ আওয়ার উদযাপনে র্যালি করেছে কুষ্টিয়ার দৌলতপুরের স্কাউটস সদস্যরা। 

শনিবার (২৩ মার্চ) দৌলতপুরে পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা বৈশ্বিক উষ্ণতা রোধে সচেতনা বাড়াতে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদ্মা পাড়ে আবেদের ঘাটে গিয়ে দাঁড়িয়ে স্কাউট সদস্যরা পথচারীসহ সবাইকে, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যায়ী হওয়া, পরিবেশ দূষণ রোধ করা, পাবলিক প্লেস পরিছন্ন রাখতে উদ্বুদ্ধ করেন।

স্কাউট সদস্যদের সঙ্গে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলা কাব লিডার শাহরিয়ার জাহান (উডব্যাজার)  (সি,এ,এলটি), পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার মিজানুর রহমান ( উডব্যাজার) পি এস পরিক্ষার্থী মোমিনুল ইসলাম, আবু সাইদ, রোভার আব্দুল্লাহ আল সাফিসহ অন্য স্কাউটস সদস্যরা ।

টিএইচ