বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা 

দৌলতপুরে রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ করে লাপাত্তা ঠিকাদার। ফলে ওই এলাকার বসবাসরত মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

উপজেলার হোগোলবাড়িয়া ইউনিয়নের টলটলিপাড়া বাজার থেকে মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয় গত ১৮ মার্চ। রাস্তাটি সম্প্রসারণের জন্য (আরসিআইপি) প্রকল্পের অধিনে ১৮ কোটি ৯১ লাখ ৯৯ টাকা ব্যয়ে উপজেলা এলজিইডি দরপত্র আহ্বান করেন। 

কাজটি লটারির মাধ্যমে (মিজানুর রহমান এন্ড আতা জে.ভি) ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়ে রাস্তার কাজ শুরু করেন। ১১ আগস্ট ২০২৫ সালে রাস্তাটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজ শুরুর কয়েক মাসের মধ্যে ঠিকাদার পালিয়ে যাওয়ায় রাস্তা চলাচলে ভোগান্তি এখন চরমে।

রাস্তাটির বিষয়ে ওই এলাকার একাধীক লোক বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির সত্বাধিকারী আতাউর রহমান (আতা) আ.লীগের প্রভাবশালী নেতা হওয়ায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে এ কাজের ঠিকাদার কাজ বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। 

রাস্তার কাজ শুরুর পর ৫-৬ টি কালভার্ট ভেঙে ফেলে ও রাস্তার পাশে বালি ও পাথর ফেলে চলে যায় ঠিকাদার, যার ফলে রাস্তাটি আরও সংকোচিত হয়ে পড়ে। এমন অবস্থায় রাস্তায় চলাচলে এলাকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী আরও বলেন, তারাগুনিয়া ও মথুরাপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিনিয়ত তাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নতুন করে কাজের ওয়ার্ক বৃদ্ধি করে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে। রাস্তার কাজটি খুব দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।

টিএইচ