২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ হাই স্কুলের ১৫ পরীক্ষার্থীর সবাই অনুপস্থিত থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন যৌথভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে।
পরীক্ষার দিন কেন্দ্রে কেউ না আসায় স্থানীয় এক অভিভাবক সাংবাদিকদের জানালে এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন নড়েচড়ে বসে। পরে তারা খোঁজ নিয়ে দেখে, ধর্মদহ হাইস্কুল থেকে ফরম পূরণ করা ১৫ পরীক্ষার্থীর কেউই অংশ নেয়নি।
দৌলতপুর উপজেলার ইউএনও আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটা শুধু একটি স্কুল নয়, পুরো উপজেলার শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এই ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা এবং নিয়মিত পাঠদান না হওয়াই এই পরিস্থিতির জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন ১৫ পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশ নেয়নি।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান ব্যাহত হচ্ছিল, শিক্ষক সংকট এবং প্রশাসনিক দুর্বলতার কারণেই শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেনি।
টিএইচ