বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য পিআইসি গঠনের লক্ষে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন এ সভায় সভাপতিত্ব করেন। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনে অন্যদের মধ্যে  বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির সদস্য শামীম আহমেদ বিলকিস, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সমকাল প্রতিনিধি এনামুল হক, ইউপি সদস্য সেলিম তালুকদার, নেকচান মিয়া প্রমুখ।

টিএইচ