রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় ফসল রক্ষায় হাওরের বাঁধ পরিদর্শনে সচিব

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় ফসল রক্ষায় হাওরের বাঁধ পরিদর্শনে সচিব

সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আশেকুল হক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চন্দ্র সোনার থাল হাওর, সোনা মড়ল হাওর, ধানকুনিয়া হাওর, জয়ধনা হাওর, ঘুরমার হাওরের পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা পানি উন্নয়ন বোর্ডের এসও  উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য লোকজন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আশেকুল হক বলেন, কাজের মান মোটামুটি ভালো, দ্রুত ডিজাইন অনুযায়ী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার জন্য এবং বোরো ধান কাটার আগ পর্যন্ত বাধে পিআইসি সদস্যদের পাহাড়ায় থাকার জন্য।

টিএইচ