সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৫ শাখার সিনিয়র সহকারী সচিব খান মো. হাসানুজ্জামান। গত মঙ্গলবার ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধান কুনিয়া, জয়ধনা, কাইলানি ও গুরমা হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শন করার সময় সঙ্গে ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধর্মপাশা উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন, প্রীতম পাল উপ-বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জ পওর বিভাগ-১, জাহাঙ্গীর আলম, শাখা কর্মকর্তা, ধর্মপাশা, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার প্রমুখ।
ধর্মপাশা উপজেলায় ৯৬ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। জয়ধনা হাওরের ৯নং প্রকল্পের সভাপতি মো. হাফিজ উদ্দিন বলেন, আমি রাতদিন পরিশ্রম করে শতভাগ বাঁধের কাজ শেষ করেছি। ফসল ঘরে তোলার আগ পর্যন্ত বাঁধ পাহারায় থাকব।
ধর্মপাশা ইউএনও ও উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আজকে পর্যন্ত ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ ৯৭% সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার জন্য পিআইসিদের নির্দেশনা দেয়া হয়েছে।
টিএইচ