বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মতবিনিময় 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মতবিনিময় 

সুনামগঞ্জের ধর্মপাশায় আ.লীগের গত সংসদ নির্বাচনে নির্বাচনি ইস্তিহার অনুযায়ী সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ এপ্রিল) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে উপস্থাপন করেন ধর্মপাশা সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার রাজু চৌধুরী। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল মোতালিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, সমাজসেবা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সরকারি চাকরিজীবী ছাড়া বাংলাদেশের ১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবে।

টিএইচ