সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী’

রাঙ্গামাটি প্রতিনিধি

‘ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী’

পার্বত্যাঞ্চলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটাই লক্ষ মানুষ যেন নৈতিকতার পথে থেকে শান্তিতে বসবাস করতে পারে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। 

তিনি বলেন, পৃথিবীর সকল ধর্মই শান্তি ও মানবতার কল্যাণের কথা বলে। ধর্ম মানুষকে সুশৃঙ্খল হতে শেখায়। কোন ধর্মে বিভেদ সৃষ্টি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে প্রশ্রয় দিতে পারে না। কারণ কোনো ধর্মেই বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। তাই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের প্রতি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। 

শনিবার (২৫ মার্চ) শহরের চম্পক নগরস্থ দীপংকর তালুকদার এমপি বাস ভবনে মাঝেরবস্তিস্থ শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বাবুল ত্রিপুরা, সহ-সভাপতি সাংবাদিক মিল্টন বাহাদুর, কোষাধ্যক্ষ দুলাল দাশ, সাংবাদিক শিশির দাশ বাবলা, দৈনন্দিত পূজা সম্পাদিকা দীপালী ত্রিপুরা, সদস্য তৃষ্ণা ঘোষ, শেফালী ত্রিপুরা, দিপালী ত্রিপুরা ময়না। 

টিএইচ