ফরিদপুরের নগরকান্দা থানা এলাকা থেকে সালথা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. আকমতকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
রোববার (১০ ডিসেম্বর) ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটক আসামি গত ১ অক্টোবরে ভিকটিম তার মেয়েকে কাঠিয়ারগট্টি প্রাথমিক বিদ্যালয় দিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থল ফরিদপুর জেলার সালথা থানাধীন কাঠিয়ারগট্টি সাকিনস্থ রাহেন মাস্টারের বাড়ির সামনে পাকারাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আটক আসামি ও তার অপর ৪/৫ সহযোগী আসামি জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে নিয়ে চলে যায়।
এরপর ভিকটিমকে ঘোড়াদহ সাকিনস্থ আটক আসামির ভগ্নিপতির বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে পরবর্তীতে আসামি ভিকটিমকে ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
এ সংক্রান্তে কোর্টের আদেশে সালথা থানায় অপহরণ করে ধর্ষণ মামলা রুজু হয়, মামলা নং-০১। মামলা রুজুর পর হতে আটক আসামি আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত শনিবার রাত সাড়ে ১২টায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামিমো. আকমত (৩২), পিতা- মো. করিম, সাং-কালাইর, থানা- সালথা, জেলা-ফরিদপুর গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণ মামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
টিএইচ