সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি  

ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গত শনিবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাও গ্রামের শাহ জাহানের দুই ছেলে মো. অসীম ও মো. রাজু মিয়া।

র্যাব জানায়, উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের ভিকটিম সেলিনা আক্তার ও তার স্বামীর সঙ্গে আসামিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলছিল।

ঘটনার কিছুদিন পূর্বে সেলিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৩ জানুয়ারি রাতে ঘর থেকে বের করে বাড়ির উঠানে সেলিনা আক্তারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে ৮ জানুয়ারি এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যামামলা করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিল। 

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪,  অধিনায়ক, ময়মনসিংহ নির্দেশক্রমে, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত শনিবার গভীররাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

টিএইচ