শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ধামইরহাটে ইউএনওর গাড়ির সঙ্গে যুবলীগ কর্মীর মোটরসাইকেলের সংষর্ঘ 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

ধামইরহাটে ইউএনওর গাড়ির সঙ্গে যুবলীগ কর্মীর মোটরসাইকেলের সংষর্ঘ 

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল সাথে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি জিপ গাড়ির সংঘর্ষ ঘটে। এতে তিন যুবলীগ মারাত্মক আহত হয়েছে। আহত দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন জগদল আদিবাসী স্কুল ও কলেজে পরীক্ষা পরিদর্শনে যাওয়ার জন্য তার ব্যবহূত জিপ গাড়ি নিয়ে রওনা দেয়। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড় নামকস্থানে বিপরীত দিক থেকে আসা যুবলীগের তিন কর্মী বহনকারী একটি মোটরসাইকেল সাথে সংঘর্ষ বাধে। 

এতে আহতরা হলেন- উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামের মো. বাচ্চুর ছেলে গোলজার হোসেন, একই গ্রামের নুর ইসলামের ছেলে মাসুদুর রহমান এবং একই ইউনিয়নের জোতরাম গ্রামের ফজলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গোলজার হোসেন ও মাসুদুর রহমানের অবস্থার অবনতি হয়ে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের জন্য ইসবপুর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। 

এ খবর ছড়িয়ে পড়লে আ.লীগের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়। দুর্ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের জিপ গাড়ির সামনের অংশ ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

টিএইচ