নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারের সময় প্রায় ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।
গত বৃহষ্পতিবার রাতে উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে মো. গোলাম কিবরিয়া নামের ওই স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটক আসামি পার্শ্ববর্তী চকশব্দল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
শুক্রবার (২৮ এপ্রিল) পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির হেড কোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হামিদ উদ্দিন। তিনি জানান, উপজেলার চকিলাম সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় বিজিবির স্পেশাল অপারেশন টিম অভিযান শুরু করে।
এ সময় সন্দেহজনকভাবে গোলাম কিবরিয়া মোটরসাইকেলযোগে ধামইরহাট থেকে সীমান্তের দিকে যাচ্ছিল। স্পেশাল অপারেশন টিমের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তাকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। তার শরীরে তল্লাশি চালিয়ে বাঁম পায়ের হাঁটুর নিচে অ্যাঙ্কলেট দিয়ে বিশেষ অভিনব কায়দায় বেঁধে রাখা অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
নজিপুর জুয়েলারি সমিতির পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে স্বর্ণের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের। ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ঐ স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা।
ধামইরহাট থানায় মামলাসহ আসামিকে পুলিশের নিকট হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
টিএইচ