বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে কলেজছাত্রীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে কলেজছাত্রীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আঁখি খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
কলেজছাত্রী শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ি গ্রামের আলতাফ আলীর মেয়ে ও বগুড়া সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের মা মরিয়ম খাতুন জানান, গত ৫ মাস আগে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্ব হরিগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে রায়হানের সঙ্গে আমার মেয়ে আঁখির বিয়ে হয়। 

কিন্তু বিয়ের বিষয়টি ছেলের পরিবার জানে না। ঘটনার তিন দিন আগে আঁখির স্বামী রায়হান পড়াশোনার জন্য বগুড়ায় চলে যায়। তার মৃত্যুর পর তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা সমালোচনা শুনতে পাচ্ছি।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই কলেজছাত্রী তার নিজ কক্ষে ঘরের দরজা বন্ধ কর আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ