সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ধুনটে গাঁজাসহ একজন গ্রেপ্তার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে গাঁজাসহ একজন গ্রেপ্তার 

বগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে কামরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি জিএমসি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কামরুল ইসলাম পাবনা সদর উপজেলার নলদহ এলাকার মৃত শাহাদৎ খাঁয়ের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ধুনট থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মথুরাপুর ইউনিয়নের জিএমসি কলেজের সামনের রাস্তার উপর থেকে কামরুল ইসলাম নামের ওই মাদক কারবারিকে ১ কেজি ৬শ গ্রাম শুকনা গাঁজাসহ আটক করে।

মামলার বাদি এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে অবস্থানকালে মথুরাপুর জিএমসি কলেজ এলাকায় মাদক বেচাকেনার সময় আমি ও এসআই মোস্তাফিজ আলম, এএসআই আব্দুল কুদ্দুস, এএসআই আব্দুল আজিজ সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করি।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, জব্দকৃত গাঁজাসহ আসামিকে শনিবার (২৬ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
 
টিএইচ