বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ প্রধান শিক্ষককে শোকজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ প্রধান শিক্ষককে শোকজ

বগুড়ার ধুনটে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। বার্ষিক পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো ব্যবহার করায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন। 

জানা যায়, ২৪ নভেম্বর থেকে উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া পরীক্ষার রুটিনের উপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা লোগোটি নিয়ে বেশ সরগল পড়ে যায়। 

২৭ নভেম্বর রুটিনটি গণমাধ্যম কর্মীদের হাতে এলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। ইউএনওর নির্দেশ পাওয়ার পর ওইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ প্রদান করে।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান ফটকে প্রধান শিক্ষক আতাউর রহমান ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক আসাদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এখনো শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বসে আছে। বিদ্যালয়ের গ্রন্থাগার আসাদুল ইসলাম মিলে একটি চক্র গড়েছে। দ্রুত এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

জানা গেছে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার দেশ ত্যাগের পর সবকিছুর পরিবর্তন হলেও বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে কোনো পরিবর্তন হয়নি। 

তারা এখনও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে বার্ষিক পরীক্ষার রুটিনে প্রধান শিক্ষক শেখ হাসিনার বার্তা রেখেছে। তারা দাবি করে বলেন প্রধান শিক্ষকের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

টিএইচ