বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় একজন গ্রেপ্তার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় একজন গ্রেপ্তার 

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় ফিজার সরকারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি উপজেলার পারধুনট গ্রামের পূর্বপাড়া এলাকার কোমল সরকারের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ এপ্রিল পারধুনট গ্রামের প্রবাসীর স্ত্রী বাড়ির পাশে শ্যালো মেশিনের পানিতে কাপড় পরিষ্কার করতে যায়। সেখান থেকে ফেরার পথে ফিজার সরকার ওই প্রবাসীর স্ত্রীর হাত টেনে ধরে শ্লীলতাহানী করে। 

এসময় প্রবাসীর স্ত্রীর ডাক চিৎকারে ফিজার পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে, গত সোমবার ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় একটি মামলা করে। ওই মামলার আসামি হিসেবে রাতেই ফিজার সরকারকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মামলার বাদি জানায়, স্বামীর পৈত্রিক ভিটায় জায়গা সংকটের কারণে ছয় বছর আগে আলাদা স্থানে ঘর নির্মাণ করে ২ সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে বসবাস করে আসছি। আমার স্বামী ৫ বছর আগে কর্মের তাগিদে প্রবাসে আছে। আশে পাশে কোন বাড়ি ঘর না থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ভূগছি। 

ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মামলার এজাহারভূক্ত আসামি ফিজার সরকারকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ