বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধুনটে যুবকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে যুবকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে সোহেল রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের নওদা ব্রহ্মগাছা এলাকার সন্তোষ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বিয়ে করে সোহেল রানা। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবন চলাকালে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। 

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ