সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ধোবাউড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা 

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ধোবাউড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা 

ময়মনসিংহের ধোবাউড়ায় ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মে) ধোবাউড়া সদর বাজারে অভিযান চালিয়ে কাঁচামাল ও  মিষ্টির দোকানসহ বিভিন্ন দোকানে সাতটি মামলায় মোট ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ধামরাই মিষ্টি দোকানে জরিমানাসহ প্রায় দুইমণ মিষ্টি নষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। 

এছাড়াও পৃথক আরেকটি মোবাইল কোর্টে ভেজাল দুধ নষ্ট করেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।

টিএইচ