নওগাঁ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তালা দেয়ার এ ঘটনা ঘটে। এসময় তত্ত্বাবধায়কসহ কিছু দায়িত্বশীল ডাক্তার উপস্থিত ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ কালবাজারে বিক্রি এবং বিভন্ন অনিয়ম-দুর্নীতি ও রোগীদের হয়রানি দুর করার বিষয়ে হাসপাতাল প্রশাসনকে বার বার বলা হলেও কোন প্রদক্ষেপ না নিয়ে হীরক জয়ন্তী পালনে ব্যাস্ত।
তাই বাধ্য হয়ে হাসপাতল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দেয়া হয়েছে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়কের কার্যালয় তালা বদ্ধ থাকবে।
টিএইচ