সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নওগাঁয় ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সদর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলার সব ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য ফিরোজ হোসেন, সোহেল রানা, মাহবুব আলম, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা আকতারসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকা্লে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। পূর্ণ মেয়াদের আগে অপসারণ করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি দেন।

টিএইচ