শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নওগাঁয় তাপ প্রবাহে আক্রান্ত হচ্ছে শিশুরা 

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁয় তাপ প্রবাহে আক্রান্ত হচ্ছে শিশুরা 

নওগাঁয় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। তীব্র গরম আর প্রখর রোদে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বেড়েছে নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ বাড়তি রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। শিশুদের বাড়তি সুরক্ষার পরামর্শ চিকিৎসদের।

সকাল থেকেই তরতর করে উঠছে পারদ। দিনে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করলেও রাতে তা কমে আসছে। দিন ও রাতে তাপমাত্রার পার্থক্যের কারণে নওগাঁর বরেন্দ্র এলাকায় বেড়েছে রোগবালাই। ১৭ শয্যার শিশু ওয়ার্ডে ৪৮ ও অন্য বিভাগে  ৩১০ জন রোগী ভর্তি রয়েছে নওগাঁ সদর হাসপাতালে।

সপ্তাহ ধরেই চলছে তাপদাহ। আর তাপমাত্রা উঠা নামায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশুদের ওপর। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায়। আক্রান্ত শিশুদের বাড়তি চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। বেশ কজন রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, এখানে বিদ্যুত থাকছে না। বাড়তি রোগীর কারণে টয়লেট ব্যবস্থা খুব খারাপ। চিকিৎসকদের ঠিকমত পাওয়া যায় না । 

ধারণ ক্ষমতার বেশি রোগী আসায় শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা। হঠাৎ রোগীর বাড়ায় চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 
সিনিয়র স্টাফ নার্স জবা রানী বলেন, হটাৎ রোগীর চাপ বেড়েছে। তাই কিছুটা বেগ পেতে হচ্ছে। 

এ সময় শিশুদের স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তি সুরক্ষার তাগিদ চিকিৎসকদের। নওগাঁ সদর শিশু কনসালটেন্ড হাসপাতাল ডা. রতন কুমার সিংহ বলেন, এটা স্বাভাবিক যে গরমে শিশুরা বাড়তি কিছু সমস্যায় পড়ছে। শিশুরা যেন গরমে ঘেমে না যায় সে দিকে খেয়াল রাখার পরামর্শ তার। 

তাপদাহ শুরুর পর থেকেই  হাসপাতালের আন্তঃ ও বহির্বিভাগে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসছেন নওগাঁ সদর হাসপাতালে।

টিএইচ