বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নওগাঁয় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা দুজনেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। 

মামলার  বিবরণীতে জানা যায়- গতবছর ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের উপর একটি ট্রাক্টরের পিছনে টুল বক্সের ভিতর থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। 

এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায়  ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে গতকাল ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। 

সেই সঙ্গে মৃত না হওয়া পর্যন্ত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

টিএইচ