বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নওগাঁয় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড় বেচাকেনা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড় বেচাকেনা

উত্তরবঙ্গের জেলা নওগাঁ অন্য জেলার মত গত কয়েকদিন থেকে এ জেলাতেও বেড়েছে শীত। আর এ শীতকে রুখে দিতে মানুষ ছুটে যাচ্ছে গরম কাপড়ের দোকানে। গত কয়েকদিন থেকে শীত বাড়ার কারণে রাস্তার ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলোতে বেড়েছে ভিড়।

গত মঙ্গলবার শহরের গীতাঞ্জলী শপিং কমপ্লেক্স, দেওয়ান বাজার, আনন্দ বাজারসহ কাপড়পট্টি ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এসব দোকানে সোয়েটার, হুডি, মাফলার, জ্যাকেট, ব্লেজার, গোল ও হাই গলার গেঞ্জিসহ অন্য গরম পোশাক পাওয়া যাচ্ছে। দরদাম করে কিনছেন ক্রেতারা। 

ব্যবসায়ীরা জানান, দোকানে তারা নানা ধরনের শীতের পোশাকের পসরা সাজিয়েও শুরুতে কিছুটা দুশ্চিন্তাই ছিলেন। তবে গত কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ায় বেচাবিক্রি বেশ ভালো হচ্ছে। সামনে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এদিকে, শীতে কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্তরা ছুটছেন ফুটপাতের দোকানে। যেখানে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে পোশাক পাওয়া যাচ্ছে। বেচাকেনাও ভালো বলে জানালেন ফুটপাতের ব্যবসায়ীরা। সন্তানের জন্য হুডি কিনতে এসেছেন শহরের পার-নওগাঁ এলাকার বাসিন্দা রফিক আহমেদ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি। কয়েক দোকান ঘুরেও দামে মিলছে না।

শহরের কাপড়পট্টির ফুটপাতের এক দোকানি বলেন, গত কয়েকদিন থেকে বেচাকেনা বেড়েছে। নিম্ন আয়ের লোকজন আমাদের কাছ থেকে সাধ্যের মধ্যে শীতের পোশাক কিনছেন। শহরের একটি বিপণিবিতানের ব্যবসায়ী জীবন বলেন, হরতাল-অবরোধের কারণে এমনিতেই ব্যবসা ভালো যাচ্ছে না। এরমধ্যে শুরুতে শীত না হওয়ায় দুশ্চিন্তাই ছিলাম। তবে এখন শীত বেড়েছে। ফলে বেচাকেনাও ভালো হচ্ছে।

নওগাঁ গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক তুহিন আহম্মেদ জানান, শহরে প্রায় দুই শতাধিক পোশাকের দোকান রয়েছে। শুরুতে কম শীত থাকায় বেচাকেনাও কম হচ্ছিল। তবে এখন শীতের তীব্রতা বাড়ায় বিক্রি বেড়েছে। 

টিএইচ