মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সাধারণ শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী ফজলে রাব্বী, রিদিতা আহমেদ রোজা, নাবিলা তাবাসসুম বর্ষাসহ অন্যরা।

বক্তারা বলেন, সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতার বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

টিএইচ