সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নকলায় অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি 

নকলায় অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

শেরপুরের নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর জায়গা অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত নতুন অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার।

এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তারের স্বামী নাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইনসহ অন্য নেতা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা, জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকান্ড, গৃহহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার।

গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গনে নতুন অফিসার্স ক্লাব ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। যা বাস্তবায়নে সরাসরি তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

টিএইচ