বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫৫) নামে এক কৃষক খুন হয়েছে। শুক্রবার (৫ মে) এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ জমি চাষ করেছিলো বর্গাচাষী আলী হোসেন। ওই জমিতে আজ ধান কাটতে যায় আলী হোসেন। কিন্তু ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেন এবং তাদের লোকজন।

এনিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়। 

আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ নিশ্চিত করেন।

টিএইচ