বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি 

নকলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

শেরপুরের নকলায় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাও. আজিজুল ইসলামের সভাপতিত্বে শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও. শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বারমাইশা দাখিল মাদরাসার সুপার মাও. আতাউর রহমান, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার মো. হযরত আলী, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাও. ওয়ালীওল্লাহ প্রমুখ। 

আলোচনা শেষে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

টিএইচ