সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান

শেরপুরের নকলা উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসাতে স্টিলের বেঞ্চ বিতরণ করেছেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। 

গত রোববার শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরের মুজিবশতবর্ষ মঞ্চ মাঠে মেধাবী শিক্ষার্থীর মধ্যে সমহারে এক হাজার টাকা করে আর্থিক প্রনোদনা বিতরণ শেষে মাধ্যমিক স্তরের সকল স্কুল ও মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে এসব বেঞ্চ তুলে দেয়া হয়। 

তাছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের বেঞ্চ পরিবহনের ভাড়া বাবদ প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নগদ ৩০০ করে টাকা দেয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আ.লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ
প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ