সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নকলা হাসপাতালে স্বাস্থ্যসেবা কেন্দ্রের নতুন কক্ষ উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি 

নকলা হাসপাতালে স্বাস্থ্যসেবা কেন্দ্রের নতুন কক্ষ উদ্বোধন

শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে মন-স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুসজ্জিত নতুন (১১৪ নং কক্ষ) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে এ কক্ষ উদ্বোধন করেন। 

এসময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওলি উল্লাহ, সহকারী সার্জন ডা. মালিহা নুঝাত, সহকারী সার্জন ডা. ইয়ামুন নাহার, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্স, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর আওতাধীন মন-স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ফিল্ড এ্যাসিসটেন্ট তাহমিনা আক্তার, প্রধান সহকারী আবু তারেক মো. মোতাছিম বিল্লাহ ও মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাউসার বিদ্যুৎসহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্য কর্মকর্তা-কর্মচারীরা, নকলা প্রেস ক্লাবের নেতারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ