সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নতুন জাতের ধান বিনা-২৫ আশার আলো কৃষকের

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

নতুন জাতের ধান বিনা-২৫ আশার আলো কৃষকের

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনা-২৫ (শেখ রাসেল) পরীক্ষামূলকভাবে আবাদ করে ব্যাপক সাফল্য পাওয়া গেছে।

রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন জাতের এ ধানের উদ্ভাবনে সফল উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। পরীক্ষামূলকভাবে মাত্র দুজন কৃষককে দেয়া হয় দুই কেজি ধানের বীজ। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেই ধানের বীজ ২ বিঘা জমিতে চাষ করে সফলতা পেয়েছেন কৃষক।

সরেজমিন উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া গ্রামের কৃষক মো. নজরুল ইসলামের (৪৫) বাড়িতে গিয়ে দেখা যায় তিনি ধান কেটে মাড়াই করছেন। 

এসময় তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আমাকে ১ কেজি ধানের বীজ দেয়া হয়। আমি সেই ধানের বীজ ১ বিঘা জমিতে চাষ করি। ধান কেটে আমি যেটা বুঝতে পারলাম প্রতি শতাংশে ১ মন ধান উৎপাদন হয়েছে যা অন্য ধানের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিনা-২৫ ধান বোরোর উন্নত একটি নতুন জাত। এর চালের আকার চিকন ও লম্বা। আমরা বিদেশ থেকে যে বাসমতী চাল আমদানি করি, এটা সেই চালের মতো। 

এজন্য এই চালের চাহিদা ক্রেতাদের কাছে বেশি। এর বাজারমূল্যও ভালো। উৎপাদন ব্যয় ও জীবনকাল অন্য ধানের তুলনায় কম। কিন্তু ফলন অন্য ধানের চেয়ে ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবেন।

তিনি আরো বলেন, এবার পরীক্ষামূলক জাতটির আবাদ করে সাফল্য পাওয়ায় এর বীজ সংরক্ষণ করে আগামী মৌসুমে এ অঞ্চলে ব্যাপকভাবে মাঠপর্যায়ে এ ধানের আবাদ করা হবে।

টিএইচ